Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় উন্মুক্ত পৌর বাজেট ঘোষণা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২০১৮-১৯অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ এ বাজেট ঘোষণা করেন। এবারের সর্বমোট প্রস্তাবিত বাজেট ১শত ৩৬ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার ৫শত টাকা এবং সংশোধিত বাজেট ১৯ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৮শত ৩১ টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে সর্বমোট ৩ কোটি ৬ লাখ ৮৭ হাজার ৫ শত টাকা। রাজস্ব ব্যয়- ১৮ লাখ ৩৯ হাজার ৭৫ টাকা। উন্নয়ন আয় সর্বমোট ১ শত ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, ব্যয়- ১শত ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। এ সময় পৌর সচিব জহির উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সরদার মাহবুবুর রহমান, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু অন্যান্য সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, আ.লীগ নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক ও পৌরকর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্মুক্ত পৌর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ