Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোহিঙ্গাদের নিয়ে সৈয়দ আব্দুল হাদীর গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মানুষের খুনে খুনে নদী হলো লাল/ বিস্ময়ে হতবাক এই মহাকাল/ জগতের বুকে এতো বীভৎস রূপ/ বিশ্ব বিবেক আজ তবু নিশ্চুপ- এমন কথায় রোহিঙ্গাদের নিয়ে মানবতার গান গাইলেন কিংবদন্তী সঙ্গীতশল্পী সৈয়দ আবদুল হাদী। গত ২০ মার্চ বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘বিশ্ব বিবেক’ শিরোনামের গানটির ভিডিও। এতে অংশ নিয়েছেন শিল্পী নিজেই। সৈয়দ আবদুল হাদী বলেন, বিশ্বব্যাপী দুর্যোগ চলছে। মানবতার অবমাননা ঘটনা ঘটছে। একবিংশ শতাব্দীতে এসেও এসব দেখতে হচ্ছে। মানবতার অপমান সহ্য করার মতো নয়। এসব নিয়েই এই গান। চলমান রোহিঙ্গা সমস্যার কথা মাথায় রেখে সময়োপযোগী এই গানটি করা হয়েছে। গানটি লিখেছেন জাকির আবু জাফর। সুর ও সংগীতায়োজন করেছেন জোবায়েদ সুমন। ভিডিও তৈরি ও স¤পাদনা করেছেন সাদাত হোসাইন। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি থাকছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স ও এয়ারটেলস্ক্রিনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ