Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন কমিশন এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে

ছাতকে আমীরে মজলিস অধ্যক্ষ ইসহাক

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, নির্বাচন কমিশন এখন নির্বাচন লীগে পরিণত হয়েছে। তারা এখন সরকারের তল্পীবাহকের কাজ করছে। এজন্যে এসরকারের অধীনে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, বিশ দলের সিদ্ধান্ত হল, একসঙ্গে আন্দোলন ও এক সঙ্গে নির্বাচন করতে হবে। এজন্যে তিনি জোটের কাছে মাওলানা শফিক উদ্দিনকে সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন দেয়ার জন্যে সর্বাত্মক প্রচেষ্ঠা করবেন। তিনি বলেন শুধু আন্দোলন করলে হবে না রাত জাগতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর কাছে বললে দলের কেউ ঠেকাতে পারবেনা। আন্দোলন চলবে, দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। সর্বত্র মজলিসের জোয়ার উঠেছে। আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছেন। এখানে যারা উপস্থিত আছেন তোমাদের দ্বারাই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। তবে আল্লাহর উপর সবাইকে আস্তা রাখতে হবে। নিজেরা ধৈর্যের সাথে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। এসময় তিনি বিশ দলীয় জোটনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি ও জোটের সকল রাজবন্দিদের মুক্তি দাবি করেন। গতকাল বুধবার ছাতক পৌর খেলাফত মজলিস আয়োজিত সংগঠনের ২৭বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। শহরের লাকি কমিউনিটি সেন্টারে পৌর সভাপতি মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে, সেক্রেটারি ফারুক আহমদ ও সহ-সেক্রেটারি মাওলানা হাফেজ নূরে আলমের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিনিয়র কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব মাওলানা মো. শফিক উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন, সিলেট মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, মাওলানা ফজলুর রহমান, সেক্রেটারি মাওলানা খলিল আহমদ, সহ-সেক্রেটারি মাওলানা আকিক হোসাইন, মাওলানা বুরহান উদ্দিন জসিম, ছাতক উপজেলা মাওলানা আখতার হোসাইন, দোয়ারা উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ। উপস্থিত ছিলেন, মাওলানা সামছ উদ্দিন, মাওলানা আবু বকর, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা হাফেজ সাঈদ আহমদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা ইকবাল আহমদ, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা দ্বীন মোহামম্মদ, মুফতি ছা’দ আহমদ, মাওলানা খালেদ আহমদ, মাওলানা সুলাইমান তালুকদার, সদরুল আমিনসহ ছাতকও দোয়ারাবাজার উপজেলার খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ