Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই খালেদাকে জেল দেয়া হয়েছে -নজরুল ইসলাম খান

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই জেলে পাঠানো হয়েছে। কারণ সংবিধান অনুযায়ী কেউ দুই বছরের বেশী সাজাপ্রাপ্ত হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। গতকাল বুধবার বিকালে মুক্তিযুদ্ধের সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব কে.এম ওবায়দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতি করেছে তা প্রমাণ করতে পারেনি সরকার, সহযোগীতা করা হয়েছে দাবী করে পোনাল কোড অনুযায়ী তাকে সাজা দেয়া হয়েছে। কিন্তু সহযোগীতা করা হয়েছে দাবী করলেও তার স্বপক্ষে দাখিল করা কাগজপত্রের কোথাও খালেদা জিয়ার স্মাক্ষর রয়েছে তা প্রমাণ করতে পারেনি সরকার। নগরকান্দা উপজেলা, পৌর ও সালথা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত স্মরণ সভায় নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে এসময় স্মরণ সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে মরহুমের কবরে ফুল দিয়ে স্মরণ করেন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ