Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১১:৩৮ এএম

হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
আজ বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশার চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিয়ার ছেলে নূর আলী (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ থেকে গ্যাস নেয়ার জন্য সিএনজি অটোরিকশাটি নিয়ে রওনা দেন তারা। পথে দৌলতপুর দয়াল ব্রিকসের কাছে সিএনজি অটোরিকশাটি পৌঁছলে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হন।
বাহুবল মডেল থানার এসআই রাজকুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ বুধবার ভোরে বাহুবলে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। এ দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম চলছে।
এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত ২


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ