Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা

চাকরি জাতীয়করণের দাবি

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বেসরকারি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকুির জাতীয়করণের দাবীতে গতকাল ফেনীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে মতবিনিময় সভা করেছে জমিয়াতুল মোদার্রেছীন ফেনী জেলা শাখা। জেলা কমিটির এক মত বিনিময় সভা ফেনী শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি প্রিন্সিপাল মাও. হোছাইন আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে ফেনীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সভায় সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মাও. নুরুল আফছার ফারুকী। সভায় শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ সকল দাবী পূরণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে জোর দাবী পেশ করা হয়। জমিয়তের সফল অগ্রনায়ক কেন্দ্রীয় সভাপতি এ এম এম বাহাউদ্দীন ও দাবী আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর কেন্দ্রীয় মহাসচিব সাব্বির আহমদ মোমতাজির নেতৃত্বে আগামী দিনের যে কোন কর্মসূচী বাস্তবায়নে অংশ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল মাও. নুরুল ইসলাম মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক প্রিন্সিপাল মাও. ফারুক আহমদ, প্রিন্সিপাল এ.কে.এম আলতাফ হোছাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. মাহবুবুল হক, দপ্তর সম্পাদক মাও. আবদুল লতিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাছান লিটন, প্রিন্সিপাল মাও. মেছবাহ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক প্রিন্সিপাল মাও. নুরনবী প্রমূখ।



 

Show all comments
  • তৌহিদুল ইসলাম মজুমদার ২১ মার্চ, ২০১৮, ৩:০৮ পিএম says : 0
    খুবই ভালো উদেগ্য । সব মাদ্রাসা গুলুকে সরকারি নিয়োম অনুযায়ী আধুনিক বিজ্ঞানময় সিলেবাস মোতাবেক পরিচলনা করা উচিত। মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্বি সহ সকল স্কুল শিক্ষকদের মত সুবিধা প্রদান করা প্রয়োজন। তাহলে দেশের সবাই সমান ভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ