Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাথায় গুলির আঘাতে ডিবি পরিদর্শকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১০:২৭ এএম | আপডেট : ২:৪১ পিএম, ২০ মার্চ, ২০১৮

সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের পরিদর্শক মো. জালালউদ্দিনের মাথায় গুলির আঘাত লাগে। এতেই তিনি নিহত হন। ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ আজ এ কথা জানান।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে মধ্য মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। তারা সেখানে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরিদর্শক জালালউদ্দিনের মাথায় গুলি লাগে। রাতেই তাকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।

ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ আজ মঙ্গলবার জানান, জালালউদ্দিনের মাথার বাঁ পাশে গুলি লাগে। গুলির আঘাতে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে তার মৃত্যু হয়।

মো. জালালউদ্দিনের এক স্বজন জহিরুল ইসলাম জানান, এ পরিদর্শকের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। ঢাকায় পূর্ব বাসাবোর সবুজবাগে পরিবার নিয়ে থাকতেন। তার স্কুলপড়ুয়া দুই মেয়ে আছে। ওয়ারী থানায় দীর্ঘদিন থাকার পর সম্প্রতি পদোন্নতি পেয়ে ডিবিতে যোগ দেন।

জহিরুল জানান, আনুষ্ঠানিকতা শেষে কালিগঞ্জেই তাকে দাফন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ