Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোলা আকাশের নিচে কোটি টাকা মূল্যের সার

সারগলা পানিতে মরছে মাছ ও গাছপালা

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার বাফার গুদামের বাহিরে খোলা আকাশের নীচে রাখা সার রোদে ও বৃষ্টিতে ভেজে জমাটবাধে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের সার। এছাড়াও খোলা আকাশের নীচে রাখা বৃষ্টিতে ভেজা সারের পানিতে নষ্ট হচ্ছে বাফার সার গুদামের আশপাশ এলাকার ক্ষেত মরে যাচ্ছে পুকুর এবং জ্বলাশয়ের মাছ ও গাছপালা। জানা যায, উত্তরাঞ্চলের বৃহত্তম বি সি আই সির সান্তাহার বাফার সার গুদাম থেকে নওগাঁ জেলার রানীনগর, বদলগাছি, মহাদেবপুর, সাপাহার, নিয়ামতপুর, পোরশা, মান্দা, পততলা, ধামইরহাট ও আত্রাই উপজেলাসহ কয়েকটি জেলা ও উপজেলার বি সি আই সির সার ডিলারেরা সার উত্তোলন করে থাকে। এ গুদামে চাহিদার তুলনায় হাজার হাজার টন সার মজুদ রয়েছে বেশী বলে জানা গেছে। গুদামে ধারণ ক্ষমতা প্রায় ১৬ হাজার মেট্রিকটন। কিন্ত বর্তমানে ২৮ হাজার মেট্রিক টনেরও বেশী গুদামে মজুদ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গাছে। এছাড়াও গুদামে জায়গা না থাকায় কোটি কোটি টাকা মূল্যের হাজার হাজার বস্তা সার খোলা আকাশের নীচে মজুদ রাখা হয়েছে। ফলে একদিকে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে এসব সার। অন্যদিকে খোলা আকাশের নীচে মজুদ সারের গলা পানিতে নষ্ট হচ্ছে বাফার সার গুদামের আশপাশ এলাকার ক্ষেত। মরে যাচ্ছে মাছ ও গাছপালা। এই গুদামের প্রায় ৩০ টি এন্ট্রিকড়ই গাছসহ এলাকায় বিভিন্ন জাতের গাছ মরে গাছে। এছাড়াও মারাত্বকভাবে ক্ষতির সম্মূখীন এলাকার পরিবেশ। খোলা জায়গার মজুদ সারের গন্ধে এলাকার বাতাস ভারি হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। এছাড়াও বছরের পর বছর ধরে খোলা আকাশের নীচে পরে থাকা এসব জোমাট বাধা সার জমিতে প্রয়োগ করে কৃষকরা কোন ফল পাচ্ছেনা। স্থানীয় কৃষক এবং বি সি আই সির অনুমোদিত সার ডিলারদের অভিযোগে জানা যায় চাহিদা বা গুদামে ধারণ ক্ষমতার তুলনায় মজুদ করা রাখা হয় বেশি। গুদামে ধারণ ক্ষমতা না থাকায় খোলা আকাশের নীচে মজুদ রাখা হয়েছে হাজার হাজার বস্তা সার। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নীচে মজুদ করে রাখা সারগুলো রোদ বৃষ্টির পানিতে ভেজে জমাট বেঁধে ওজনে কম ও পাথরের মত শক্ত হয়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের হাজার হাজার বস্তা সার। খোলা আকাশের নীচে রাখা রোদ বৃষ্টিতে ভেজা সার কৃষকরা জমিতে প্রয়োগ করে ফল না পাওয়ায় এসব নিম্নমানের সার ক্রয় করছেনা কৃষকরা। এ কারণে এসব সার উত্তোলন করে ডিলারদের লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হয়। ফলে বি সি আই সির অনেক ডিলার সান্তাহার বাফার গুদাম থেকে সার উত্তোলন না করে অন্য বাফার গুদাম থেকে সার উত্তোলন করছে। এই করণে সান্তাহার বাফার গুদামের চাহিদা অনেকটা কমে গেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সার ডিলার জানান চাহিদার তুলনায় অহেতুক মজুদ করে খোলা আকাশের নীচে রাখায় সরকারের কোটি কোটি টাকার সার নষ্ট হচ্ছে। সেই সাথে গুদামের বাহিরে মজুদ রাখা সার কৃষকরা প্রয়োগ করে ফলন না পেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই তারা এই সব সার ক্রয় না করায় আমরা লোকসানে পড়ছি। তারা আরোও জানান, গুদাম থেকে সার উত্তলোনের সময় ভালো সারের সাথে এখন খোলা আকাশের নীচে রাখা জমাট বাধা পাথরেরমত শক্তি সার খোয়া ভাঙ্গা মেশিন দিয়ে ড্যাষ্ট করা গুড়া করা সার নিতে বাধ্য করা হচ্ছে। কোন ডিলার জোমাট বাধা সার নিতে আপত্তি জানালে ট্রাক প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা দিলে ভাল সার দিয়ে থাকে। তা না দিলে বাহিরের মজুদ সার নিতে বাধ্য করা হয়। সান্তাহার শহর পার্শ্ববর্তী সান্দিড়া গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা আঙ্গুরসহ আরোও অনেকে জানান খোলা আকাশের নীচে মজুদ সারের পানি প্রবেশ করে বাফার গুদামের আশপাশ এলাকার ক্ষেত পুড়ে যায়। পুকুরের মাছ এবং গাছপালা মরে যাচ্ছে ও পরিবেশ নষ্ট হচ্ছে। এসব তথ্য সংগ্রহের জন্য গুদাম ইনচার্জের সাথে কথা বলার জন্য অফিসে যেতে চাইলে গার্ড বাধা দেন। কেন যেতে দিবেন না জানতে চাইলে সাংবাদিক প্রবেশের অনুমতি নেই। এ বিষয়ে বাফার ইনর্চাজ আব্দুল মালেকের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ