পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেট ব্যুরো : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জনপ্রিয় লেখক ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমানের বন্ধু সোহাগ মিয়াকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।
শুনানী শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন মহানগর আদালত পুলিশের সহকারি কমিশনার অমূল্য কুমার চৌধুরী। তিনি বলেন, জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুল হাসানের ঘনিষ্ট বন্ধু সোহাগ মিয়া। গত রবিবার আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফয়জুর জানায়, তাকে জঙ্গি আদর্শে উদ্ধুদ্ধ করেছে সোহাগ। তাই হামলার নেপথ্যের কারণ ও শক্তি সম্পর্কে জানতে তদন্তকারী কর্মকর্তা তাকে আটক করে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত মামলার তদন্তের স্বার্থে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে শহরতলীর কালীবাড়ি এলাকা থেকে সোহাগ মিয়াকে আটক করা হয়।
জানা গেছে, সোহাগ মিয়ার সুনামগঞ্জের দিরাই উপজেলার উমেদনগর গ্রামের সাদেকুর রহমানের ছেলে। সোহাগ পেশায় কাপড় ফেরিওয়ালা।
এর আগে ফয়জুর এবং তার মা মিনারা বেগম, বাবা হাফিজ আতিকুর রহমান, ভাই এনামুল হাসান ও মামা ফজলুর রহমানকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ফয়জুর এবং তার মা, বাবা ও মামাকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ফয়জুর ও তার বাবা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভাই এনামুল এখনো পুলিশী হেফাজতে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।