Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ‘রণক্ষেত্র’ নয়

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ। রাশিয়া ফুটবল মহোৎসবের আর মাত্র ৮৫ দিন বাকি। ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন হতে সর্বোচ্চ দিয়েই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সুযোগ পাওয়া দলগুলো। তবে সেই লড়াই থাকবে মাঠেই সীমাবদ্ধ, এটা কোন ‘রণক্ষেত্র’ নয়। এমনটাই মত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তিনি বলেন, ‘সমর্থকদের মধ্যে যে কোন ধরনের ভয়-ভীতি ও দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে সব রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিয়েছেন রুশ কর্তৃপক্ষ এবং প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ফিফা প্রধান বলেন, ‘আমরা কোন রণক্ষেত্রে যাচ্ছিনা। আপনারা দেখবেন, আমরা একটি ফুটবল পার্টিতে যোগ দিতে যাচ্ছি। সেখানে যদি কেউ কোন ধরনের বিপত্তি ঘটাতে চায় তাহলে সে নিজেই সমস্যায় পড়বে।’ পানামায় এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো আরো বলেন, ‘বিশ্বকাপ আয়োজনকে সফল করার জন্য প্রয়োজনীয় সবকিছু করার বিষয়ে রুশ কর্তৃপক্ষ দৃঢ় প্রতিশ্রæতিবদ্ধ। যেকোন ধরনের সহিংসতা বিশেষ করে রুশ এবং ইংলিশ সমর্থকদের মধ্যে দাঙ্গা শক্তহাতে প্রতিরোধ করা হবে।’
২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপীয় চ্যাম্পিয়নশীপে এই দুই দলের সমর্থকরা পরস্পরের সঙ্গে দাঙ্গায় লিপ্ত হয়েছিল, যে কারণে আসন্ন রাশিয়া বিশ্বকাপেও এমন দাঙ্গা হাঙ্গামার আশংকা করছে পর্যবেক্ষক মহল। ফিফা প্রধান বলেন, ‘বড় ইভেন্ট আয়োজনের কিছু অভিজ্ঞতা আমার আছে। তাই আমি বলতে চাই তারা (রাশিয়া) যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তাতে আমার মনে হয়না রাশিয়ার কোথাও এমন কোন ঘটনা ঘটতে পারবে।’
আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। শেষ হবে ১৫ জুলাই। মাসব্যাপী এই ‘গ্রেটেস্ট অন অন দ্য আর্থ’ উপভোগ করার জন্য উদগ্রীব হয়ে আছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। এবারের টুর্নামেন্টের বড় আকর্ষণ হচ্ছে সারা বিশ্বের কোন দর্শককেই খেলা দেখার জন্য ভিসার প্রয়োজন হবেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ