Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন ছাত্রলীগ নেতাকর্মীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ছাত্রলীগ নেতা শাওন হত্যাকান্ড

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত তিন ছাত্রলীগ নেতাকর্মীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।
মামলার আসামীরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত, পিচ্চি আরিফ ও হিমেল।
আদালত সূত্র জানায়, গত ১৫ মার্চ বৃহস্পতিবার শাওন হত্যাকান্ডের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এ তিন ছাত্রলীগ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বিজ্ঞ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে। ওই আবেদনের প্রেক্ষিতে গতকাল রবিবার শুনানী অনুষ্ঠিত হলে আদালতের বিজ্ঞ বিচারক রাজিবুল হাসান প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ