প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: মরহুম অভিনেতা বুলবুল আহমেদকে নিয়ে গান লিখলেন তাঁর মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। সমপ্রতি মুরাদ নূর ও ঐন্দ্রিলা আহমেদের সুরে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সমপন্ন হয়েছে। ‘আমি তোমার উত্তরসূরী / আমি তোমায় নিয়ে গর্ব করি’ এমন কথার গানটি ঐন্দ্রিলা নিজেই গেয়েছেন। সঙ্গীতায়োজনে ছিলেন রাজন সাহা। গানটি নিয়ে ঐন্দ্রিলা আহমেদ বলেন, মহানায়ক-এর জন্যই আজকের ঐন্দ্রিলা আমি। আমি›ই তাঁর উত্তরসূরী। আমি জাত অভিনেত্রী, গায়িকা নই। একান্তই নিজের জন্য গান গাই। দেশে আসার পর মুরাদ নূর আর আমার একসাথে কয়েকটি গান লেখার প্ল্যান ছিলো। ফেসবুকে লেখা কবিতাই নূর সুরের কথা বললে, আমিও সানন্দে রাজী হলাম। তারই স্বপ্নের ফসল উত্তরসূরী। পৃথিবীর সকল বাবাদের জন্য গানটি করা। তাই বিশ্বাস করি, আমার মতো সকল শুদ্ধ সন্তানই গানটি গেয়ে, শুনে অন্তরে লালন করে গর্বিত হবেন। মুরাদ নূর বলেন, আমি ঠিক আমার মতো না হলে কোনো কাজ করি না। সন্তান হয়ে বাবার জন্য গান লেখাটা ছিলো আমার স্বপ্ন। ঐন্দ্রিলা আমি সেই স্বপ্ন স্বার্থক করতেই উত্তরসূরীর সৃষ্টি। একদিন ঐন্দ্রিলা আমাকের বলেন বাবার জন্য একটা কবিতা লিখছি, ফেসবুকে পোস্ট করেছি, দেখেন কেমন হলো। কবিতা পড়ে এটাকেই সুর করতে মনে চাইলো। রাজন সাহা আর আমার পরিশ্রমে তৈরি হয় উত্তরসূরী। গানটি ঐন্দ্রিলার লেখনী ও শুদ্ধ গায়কীতে পূর্ণতা পেয়েছে শতভাগ। মহানায়কের আর্কাইভে স্থান পেয়ে আমি আনন্দিত, আমি গর্বিত। আসছে বাবা দিবসে দেশের শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে উত্তরসূরী প্রকাশিত হবে। বাকী গানগুলোরও কাজ এগুচ্ছে বলে জানান সুরকার মুরাদ নূর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।