Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুুরুল ফজল বুলবুল সিডিবিএলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সেন্ট্রাল ডিপোজেটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম নুুরুল ফজল বুলবুল। সম্প্রতি সিডিবিএলের বোর্ড সভায় তিনি নির্বাচিত হন।
নুুরুল ফজল বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করে আইনজীবী হিসেবে সুপ্রিমকোর্টে তালিকাভুক্ত হন। বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী নুুরুল ফজল বুলবুল সান লাইফ ইনস্যুরেন্স ও জাপান-বাংলাদেশ মেডিকেলের প্রতিষ্ঠাকালীন উদ্যাক্তা ও উপদেষ্টা।
এছাড়াও তিনি পিপিপি, আইআইএফসি এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পরিচালক, ইসলামী ব্যাংকগুলোর একমাত্র সংগঠন আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান, বেসরকারি ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন বিএবি’র-গবেষণা সচিব এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নুুরুল ফজল বুলবুল সিডিবিএলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ