Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাশ্রমে ও নিজস্ব অর্থায়নে মাদারীপুরে সড়ক সংস্কার

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা:
বর্তমান সরকারের উন্নয়নের ছোয়ায় মাদারীপুরের সর্বত্র রাস্তাঘাট বিভিন্ন অবকাঠামো নির্মান হলেও বিএনপির ঘাটি বলে পরিচিত কুলপদ্দি এলাকায় তেমন উন্নয়নের ছোয়া লাগেনি।বিশেষ করে কুলপদ্দি থেকে নৌকা ঘাটা পর্যন্ত প্রায় দেড়কিলোমিটার জনগুরুত্বপুর্ন রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না করায় জনদুভোর্গ চরমে ওঠে।এ সড়কের সংস্কার কাজের টেন্ডার হলেও কাজ শুরু না হওয়ায় এবং যাতায়াতে দুভোর্গ চরম আকার ধারন করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দুর্ভোগ এত চরমে পৌছেছে যে এলাকার যুব সমাজের উদ্যোগে গত শনিবার থেকে রাস্তা সংস্কারে ব্যক্তিগতভাবে অর্থসংস্থান করে এ দেড়কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে।
এলাকাবাসী জানান, কুলপদ্বী চৌরাস্তা থেকে কালকিনি পর্যন্ত সড়কটি মূলত মাদারীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন। দীর্ঘদিন ধরে রাস্তার মেরামত না করায় রাস্তাটিতে বিভিন্ন অংশে ভেঙ্গে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। যাতে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনসহ যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ