Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংক লুটেরাদের বিচার না হলে বঙ্গবন্ধুর স্বপ্ন অপূর্ণ থেকে যাবে -কাজী ফিরোজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে বর্তমান সরকার যেভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, ব্যাংক লুটেরাদের বিচার না করলে তা অপূর্ণতা থেকে যাবে। ব্যাংক লুটেরাদের কারণে ব্যাংকগুলোতে দেখা দিচ্ছে তারল্য শূন্যতা। জনসাধারণও ব্যাংকে টাকা রাখতে দ্বিধাবোধ করছে। গতকাল রাজধানীর টিকাটুলিতে ঢাকা-৬ আসনের এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সভায় কোতায়ালী, বংশাল, গেন্ডারিয়া, ওয়ারী এবং সুত্রাপুর থানা জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ মার্চ জাপার মহাসমাবেশ সফল করতে এই সভার আয়োজন করা হয়। কাজী ফিরোজ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও অর্জন কয়েকজন লুটেরাদের কারণে বিলীন হতে পারো না। বঙ্গবন্ধু হত্যা ও রাজাকারদের বিচারের মত এই লুটেরাদের বিচার করলে বেঁচে যাবে ব্যাংক। মানুষ ফিরে পাবে আস্থা। গেন্ডারিয়া থানা জাপার সভাপতি শরফুদ্দিন আহমেদ শিপুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন মহানগর জাপা নেতা হাজী ফারুক, জামাল রানা, আবুল কালাম আজাদ, সোবাহান মিয়া, মিজান রহমান, দেলোয়ার সেন্টু, খুরশেদ নোমানী, নাসির উদ্দিন, আফতাব গনি, আব্দুর রাজ্জাক মোয়াজ্জেম হোসেন, ডা. স¤্রাট প্রমুখ।

 



 

Show all comments
  • গনতন্ত্র ১৮ মার্চ, ২০১৮, ১:৪৮ এএম says : 0
    জনগন বলছেন, বঙ্গবন্ধুর নাম ভাংগিয়ে স্বার্থ উদ্দার হচ্ছে ৷ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল “ সোনার বাংলা ৷”
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ