Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাথরঘাটায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনার পাথরঘাটায় মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও কোন মামলা হয়নি। ধর্ষক মজিবুর রহমান শিকু পলাতক রয়েছে। গত ১৪ মার্চ রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে ধর্ষকের ভয়ে মামলা করতে ভয় পায় ধর্ষিতা। উপজেলার ৩নং চরদুয়ানী ইউনিয়নের ৮নং ওয়ার্ড তাফালবাড়িয়া গ্রামের নবম শ্রেণির ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে ৩নং চরদুয়ানী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জ্ঞানপাড়া গ্রামের মৃত্যু আবুল হাসেমের ছেলে মজিবুর রহমান শিকু মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভনে তাকে বাড়ি থেকে বের হতে বললে তাফালবাড়িয়ার রাজ্জাক নামে এক ব্যক্তির বসত ঘরে নিয়ে সারারাত ধর্ষণ করে। পরে জন্মনিবন্ধনে বয়স না হওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে তাকে বয়স হলে বিয়ে করবে বলে মোটরসাইকেল চালক শাহাদাত চৌকিদারের মাধ্যমে বালারখাল এলাকায় তার নানা বাড়িতে পাঠিয়ে দেয়। পাথরঘাটা থানা পরিদর্শক (তদন্ত ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ রকমের ঘটনা আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত ধর্ষিতার পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ধর্ষিতার পরিবার বলছে থানা পুলিশ মামলা না নিয়ে তাদের সাথে অশোভন আচারণ করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ