Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবুল মনসুর আহমদের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ এর ৩৯ তম মৃত্যুবার্ষিকী আজ ১৮’ই মার্চ। বাংলা সহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রæপাত্মক রচয়িতা আবুল মানসুর ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক। তিনি ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ‘দৈনিক ইত্তেহাদ’ এর সম্পাদক ছিলেন। আবুল মানসুর আহমদ শেরে বাংলা একে ফজলুল হক এর যুক্তফ্রন্ড সরকারের প্রদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন। এবং ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দির আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিক্ষামন্ত্রী ছিলেন।
পূর্ব বাংলার স্বার্থের স্বপক্ষে শক্ত অবস্থান ও নানাবিধ উন্নয়নের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার রচনার মধ্যে রয়েছে বিখ্যাত বিদ্রæপাত্মক রচনা আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা, ফুড কনফারেন্সসহ সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে উপর বেশকিছু রচনাবলী। তার আত্মজীবনীমূলক ২ টি গ্রন্থ হচ্ছে আত্মকথা ও আমার দেখা রাজনৈতিক ৫০ বছর। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আবুল আহমদ স্মৃতি পরিষদ ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী ২৩ মার্চ শুক্রবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুবার্ষিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ