মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জনপ্রিয়তায় ভাটা পড়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। স্বজনপ্রীতি সংশ্লিষ্ট ঘটনা লুকানোর সন্দেহের কারণে তার জনপ্রিয়তায় ধস নামতে শুরু করেছে। জিজি সংবাদ সংস্থার এক জরিপ অনুসারে, আবের সমর্থন ৯ দশমিক ৪ পয়েন্ট কমে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। ক্ষমতায় আসার পর সবচেয়ে সংকটে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। সম্প্রতি জাপানের অর্থ মন্ত্রণালয় এক স্কুল পরিচালককে মূল্যছাড়ে রাষ্ট্রায়ত্ত জমি বিক্রির তথ্য রদবদল করার কথা জানানোর পর চাপের মুখে রয়েছেন আবে ও দেশটির ৭৭ বছর বয়সী অর্থমন্ত্রী তারো আসো। জমি বিক্রির ঘটনায় আবের স্ত্রী আকি আবেও জড়িত রয়েছেন। এদিকে এ ধরনের কোনো কিছুর সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন আবে ও আসো। কিন্তু বিরোধী দলগুলো আসোর পদত্যাগ দাবি করেছে। এছাড়া এ ঘটনা আবের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান হিসেবে তৃতীয় মেয়াদে জয়ী হওয়ার আশা ভঙ্গ করতে পারে। চলতি বছরের সেপ্টেম্বরে দলের নেতা নির্বাচন করা হবে। উল্লেখ্য, ২০১২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন আবে। গত অক্টোবরের পর প্রথমবারের মতো আবের সমর্থন ৪০ দশমিক ৪ শতাংশের নিচে নেমে এসেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।