Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাষী নজরুল ইসলামের জীবনী লিখলেন জ্যোৎস্না কাজী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মরহুম চাষী নজরুল ইসলামের জীবন নিয়ে গ্রন্থ লিখলেন তার স্ত্রী জ্যোৎস্না কাজী। বইটির নাম দিয়েছেন ‘টাটানগর থেকে বিএফডিসি’। শিঘ্রই বইটি প্রকাশ করা হবে। বইটিতে চাষী নজরুল ইসলামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা তুলে ধরা হয়েছে। তিন মাস থেকে ১৮ বছর বয়স পর্যন্ত চাষী নজরুল ইসলাম কাটিয়েছেন (ভারতের) টাটানগরে। সেই সময়কার চাষীর ডানপিটে ভাব, দুরন্তপনা এবং শিল্পীত্বের অনুপ্রেরণা সবই শুরু টাটানগর থেকে। টাটানগর থেকে বিক্রমপুর আসার যে বর্ণনা চাষী নজরুল দিয়েছিলেন তা এই বইতে উল্লেখ করা হয়েছে। এজিবি অফিসে চাকরি, জীবন যুদ্ধ এবং চলচ্চিত্র অঙ্গনে চাষীর নানা ঘটনাও উঠে এসেছে। বইটি সমপাদনা করেছেন চলচ্চিত্র বিষয়ক লেখক রহমান মতি। তিনি জানান, ২৫ মার্চ বিকেলে চাষী নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর কাঁটাবনের দীপনপুরে বইটির মোড়ক উন্মোচন হবে। উল্লেখ্য, চাষী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৯৪১ সালের ২৩ অক্টোবরে। মৃত্যুবরণ করেন ২০১৫ সালের ১১ জানুয়ারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জীবনী

২২ ফেব্রুয়ারি, ২০১৯
১৫ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ