প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে যাত্রাপালা ‘নিঃসঙ্গ লড়াই’। পাকিস্তানের লায়ালপুর জেলখানার বন্দি থাকা অবস্থায় তার জীবনীভিত্তিক কাহিনী নিয়েই গড়ে উঠেছে যাত্রাপালাটি। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পালাটি মঞ্চস্থ হয়। এর পালাকার মাসুম রেজা। নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান লিপন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ যাত্রাপালাটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। মাসুম রেজা বলেন, সত্যাশ্রয়ী গল্প নিয়ে যাত্রাপালাটি লিখেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আমন্ত্রণে। এটি আমার লেখা প্রথম যাত্রাপালা। আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পালাটি পরিচালনা করছে সাইদুর রহমান লিপন। তার সুনিপুন নির্দেশনায় একটা সফল যাত্রাপালা মঞ্চস্থ করতে পেরেছি।ওয়াহিদা মল্লিক জলি উপদেষ্টা নির্দেশক হিসেবে কাজ করেছেন। তিনি জানান, দেশের নানাপ্রান্ত থেকে যাত্রাশিল্পীরা অভিনয় করছেন এই যাত্রাপালায়। তাদের অভিনয়ে ঋদ্ধ হয়েছে এই প্রযোজনাটি। বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন মিঠুন ইসলাম টিস্যু। ইয়াহিয়া চরিত্রে এস এম শফি, জুলফিকার আলী ভুট্টোর চরিত্রে আফসারুজ্জামান রনি অভিনয় করেছেন। যাত্রাপালাটির আলোক পরিকল্পনায় ছিলেন জুনায়েদ ইউসুফ, পোশাক পরিকল্পনা এনাম তারা সাকি, সঙ্গীত পরিচালনা কমল খালিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।