Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এগারো দিনব্যাপি বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
এসময় আনিসুজ্জামান বলেন, ‘শিশুদের হাতে তুলে দেওয়ার জন্য বইয়ের থেকে ভালো আর কি হতে পারে? শিশুরা বিদ্যালয়ে যে পাঠ্যপুস্তক পড়ে তাতে আনন্দের খোরাক কম। পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে যদি শিশুরা বই পড়ে তবে, তারা জ্ঞানের রাজ্যে, আনন্দের রাজ্যে প্রবেশ করতে পারবে।’ অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেন, ‘স্বাধীন দেশে আমরা আনন্দে থাকতে চাই। শিশুরা যেন শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে এগিয়ে থাকে আমরা তা চাই।এর আগে সকালে ১৮০ জন প্রতিযোগীকে নিয়ে শিশুদের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। তাদের মধ্য থেকে ৫০ জনের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির সভাপতি এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ