রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা:
মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য মো. জামাল উদ্দিনের লাশ দাফন করা হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধুমিহায়াতপুর ঘাইসাপাড়া গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি মালির মোপ্তি এলাকার একটি সড়কে গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত হন জামালসহ চার শান্তিরক্ষী। এই ঘটনার ১৫ দিন পর শুক্রবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তার লাশ চাঁপাইনবাবগঞ্জে নতুন স্টেডিয়ামে আনা হয়। এরপর সেনাবাহিনীর গাড়িতে করে গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধুমিহায়াতপুর ঘাইসাপাড়ায় পৌঁছে জামালের লাশ। বেলা ১টার দিকে লাশবাহী গাড়িটি বাড়ির সামনে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যর অবতারণা হয়। লাশের কফিন জড়িয়ে জামালের বাবা মেসের আলী, মা ফেরদৌসী বেগম, স্ত্রী ফাহিমা আখতার শিল্পী ও সাড়ে পাঁচ বছরের সন্তান ইমরান আল রিহাদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। এ সময় লাশের সঙ্গে আসা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি জামালের বাবা ও মাকে শান্তনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বেলা ৩টায় জানাজা শেষে তার লাশ ধুমিহায়াতপুর ঘাইসাপাড়া গোরস্থানে দাফন করা হয়। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।