Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়া সংক্রান্ত নথি চেয়ে ট্রাম্প প্রতিষ্ঠানের প্রতি সমন মুলারের

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্তকারী দলের প্রধান রবার্ট মুলার এবার নথি চেয়ে সমন পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানের কাছে। ট্রাম্পের নির্বাচনি ব্যয় নির্বাহে রাশিয়া অর্থ ঢেলেছে কি না তা খতিয়ে দেখতে এসব নথি চেয়ে পাঠানো হয়েছে। মুলারের এ সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করা নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে ট্রাম্পের সহযোগীর ইমেইলে রাশিয়াতে ট্রাম্প টাওয়ার বানানোর প্রস্তাবের উল্লেখ ও ট্রাম্পের গল্ফ ক্লাবে রাশিয়ার বিনিয়োগ প্রসঙ্গে তার ছেলের দেওয়া তথ্যেরও উল্লেখ রয়েছে। রবার্ট মুলার যে ট্রাম্প অর্গানাইজেশনকে নথি দিতে বলে সমন পাঠিয়েছেন সে খবর সংশ্লিষ্ট দুজন ব্যক্তি নিয় ইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন। সূত্ররা জানিয়েছেন, সাধারণভাবে প্রতিষ্ঠানটির কাছে নথি না চেয়ে কেন সমন জারি করা হয়েছে সে বিষয়টি স্পষ্ট নয়। মূলত তদন্তের প্রয়োজনে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে, তার মধ্যে রাশিয়া সংক্রান্ত নথিও রয়েছে। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ