Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নাফনদী থেকে অর্ধশত কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১১:০৮ এএম | আপডেট : ৪:৫৩ পিএম, ১৬ মার্চ, ২০১৮

নাফনদী থেকে অর্ধশত কোটি টাকা মূল্যের ১৮ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ কোটি ৬০ লাখ টাকা। শুক্রবার (১৬ মার্চ) ভোরে নাফ নদীর দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বিশাল চালানটি আটক করা হয় বলে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, ভোরে নাফ নদী হয়ে ইয়াবার বড় একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া এলাকায় অভিযান চালায় বিজিবির দুটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাচক্রের সদস্যরা নদীতে নেমে পালিয়ে যায়।
এর সাথে কাউকে আটক করতে না পারলেও বিজিবি সদস্যরা নৌকায় থাকা বস্তা থেকে ১৮ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ