বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার: রূপসাবাসীর আন্তরিকতায় ঢাকাস্থ রূপসা উপজেলা সমিতির একটি কল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিনত হবে বলে জানালেন, ঢাকাস্থ রূপসা উপজেলা সমিতির সভাপতি ও সাবেক সহকারী মহা পুলিশ পরিদর্শক মো. আলম মোল্লা। তিনি আরো বলেন, রূপসা উপজেলা সমিতির প্রত্যেক সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় আমরা এ সংগঠনকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাড় করাতে সক্ষম হয়েছি। আশা করছি এ সংগঠনকে একটি কল্যাণমূলক ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করতে পারব। এ জন্য তিনি সকলের সহযোগীতার আহবান জানান।
গতকাল বিকেলে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন অডিটরিয়ামে ঢাকাস্থ রূপসা উপজেলা সমিতির বিশেষ সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপসা উপজেলা সমিতির খসড়া গঠনতন্ত্র প্রণয়ন, নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের সার্বিক কার্যাবলি নিয়ে আলোচনা হয়। এসময় সংগঠনের খসড়া গঠনতন্ত্র সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারন সম্পাদক ফ.ম আলাউদ্দিন মাহমুদ। পওে সর্ব সম্মতিক্রমে তা গৃহীত ও অনুমোদিত হয়।
পরে এক আলেচনা অনুষ্ঠানে রুপসা উপজেলা সমিতির সহ-সভাপতি আজিজুল হক জমাদ্দার, সিনিয়র সাংবাদিক এসএম আবু সাঈদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী জয়নাল আবেদী, রুপসা উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ, বাংলাদেশ পুলিশের সাবেক উপ-পরিদর্শক শেখ আফজাল হোসেন, মাহবুবুর রহমান (সিএ) সাংবাদিক জুয়েল হালদারসহ ঢাকায় বসবাসরত রূপসা উপজেলাবাসীর আরো অনেকে বক্তৃতা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।