প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: বাংলাদেশ মহিলা সমিতিতে আজ সন্ধ্যায় ৭টায় মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের নাটক ভঙ্গবঙ্গ। মামুনুর রশীদের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। এটি নাটকটির ২৮তম প্রদর্শনী। নাটকটির শুরু দুটি দেশের সীমান্ত অঞ্চল থেকে। বেনাপোল ও হরিদাসপুর। দুটি স্থল বন্দরে সাধারণ যাত্রী, কাস্টমস, ইমিগ্রেশন, মানি এক্সচেঞ্জের দালাল, পরিবহনশ্রমিক, চোরাকারবারি, যৌনকর্মীসহ নানান পেশার মানুষের আনাগোনা! এরই মধ্যে আছে এপারের চোরাকারবারি রাজার সঙ্গে ওপারের যৌনকর্মী মালিনীর প্রেম-বিরহ, গলাধাক্কা খেয়ে মাতাল বিশুর জীবনবোধ, কাস্টমস-ইমিগ্রেশনের বাণিজ্য-সংকটসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা। এত সব ঘটনার মধ্যে হঠাৎ উদ্ভট একজন মানুষের আবির্ভাব নিত্যদিনের আবহ ঘোলাটে করে তোলে। নাটকটি পুরোপুরি জমে ওঠে এ চরিত্রটির আগমনের মধ্য দিয়ে। সার্ধশতবর্ষ আগে রবীন্দ্রনাথ যে নাটকগুলো লিখেছেন মামুনুর রশীদ সেই চরিত্রগুলোর নাম দিয়েই ভঙ্গবঙ্গ-এর চরিত্রগুলোর নামকরণ করেছেন। অভিনয় করেছেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, আরিফ হুসাইন, আমানুল হক, রুবলী চৌধুরী, সাজ্জাদ সাজু, ফিরোজ মামুন, কামরুল হাসান, সাইদ সুমন, হাসিম মাসুদ, মনির জামান, কাজী আল আমিন, লায়লা বিলকিস প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।