বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা, বিস্ফোরক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলার আসামি আনারুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হল- উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী সাহেবগ্রামের মৃত নায়েব আলীর ছেলে। শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সহকারী উপ-পরিদর্শক মাহফুজের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাণীবাড়ি চাঁদপুর বাজারে অভিযান চালায়। এসময় একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা আসামি আনারুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও নওগাঁর পত্নীতলা থানায় ছিনতাইসহ পৃথক দুটি মামলা গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং শিবগঞ্জ থানায় হত্যা, বিস্ফোরক, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া পৃথক দুটি মামলার দুইজন গ্রেফতারী পরোয়ানার আসামিকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, ২০১৬ সালের পহেলা জুলাই উপজেলার সাহেব গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে করা হয়। ওই ঘটনায় নিহত সফিকুলের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রধান আসামি আনারুল দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।