Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির ক্যাফেটেরিয়া ভাঙচুর করল ছাত্রলীগ

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাফেটেরিয়ার বেশ কয়েকটি দরজা-জানালা ভাঙচুর করেছে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে শাখা ছাত্রলীগের সহ-সম্পদক রবিন (রসায়ন-৪৩) এর নেতৃত্বে এ ভাঙচুর করা হয়। ভাঙচুরকারী অন্যরা হলেন- শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আসিফ রিবন (পদার্থ বিজ্ঞান-৪৪), দ্বীপ (দর্শন-৪৩), সুপÍ (পরিসংখ্যান-৪৫)সহ আরা কয়েকজন ছাত্রলীগ কর্মী। অভিযুক্তরা সবাই বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ও শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার অনুসারী। এ বিষয়ে জুয়েল রানা বলেন, ‘যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।’ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মার্কেটিং বিভাগের ‘মার্কেটিং কার্নিভেলের’ সমাপনী অনুষ্ঠান চলছে। এ অনুষ্ঠানে যোগ দিতে বিভাগটির সহযোগী অধ্যাপক নিগার সুলতানা গাড়িতে করে আসছিলেন। এসময় অমর একুশের প্রাঙ্গণে গাড়িটির সাথে শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক রবীনের (রসায়ন-৪৩) মোটরসাইকেলে ধাক্কা লাগে। তখন ছাত্রলীগে ওই নেতা গাড়ির ড্রাইভারকে গালিগালাজ করে। তখন শিক্ষক নিগার সুলতানার সাথেও বাকবিতন্ডা হয় তার। এ সময় ক্যাফেটেরিয়ায় অবস্থানরত বিভাগটির শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে সেখানে গেলে রবীন ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষণ পর রবিন ৭-৮ টি মোটর সাইকেলে করে তার হলের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে এসে ক্যাফেটেরিয়ার দরজা-জানালা ভাঙচুর করে। অতর্কিত ভাঙচুরে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এসব বিষয়ে জানতে অভিযুক্ত রবীন ও আসিফের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক নিগার সুলতানা বলেন, ‘আমার ড্রাইভারের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তাই বলে তারা এমন ভাঙচুর করবে তা কল্পনাও করতে পারিনা। আমি এর সুষ্ঠু বিচার চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ