প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কবির ওরফে রকি (জন এব্রাহাম) বেঁচে থাকার কোনও অর্থ খুঁজে পায় না। তার যে সবচেয়ে আপন ছিল সেই রুকশিদা (শ্রæতি হাসান) তাকেও হারিয়েছে সে। জীবনের প্রতি তার যেমন ভালোবাসা নেই তেমনি মৃত্যুতেও তার কোনও ভয় নেই। বেপরোয়া এক মানুষ সে। সবাইকে এড়িয়ে চলে সে, তাই তেমন বন্ধুও নেই। একদিন তার জীবনের ছক বদলে যায়। তার সঙ্গে পরিচয় হয় নায়োমির (বেবি দিয়া ছালওয়াড়) সঙ্গে। পাশের ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকে সে আট বছর বয়সের মেয়েটি। এক দিক দিয়ে নায়োমির সঙ্গে রকির অনেক মিল। তারা দুজনই খুব নিঃসঙ্গ। রকির যেমন আপনহারা তেমনি নায়োমির মা থেকেও নেই। নায়োমির মা আনা (নাতালিয়া কওর) একজন মাদক ব্যবহারকারী এবং বিক্রেতা। বাকপটু নায়োমির সঙ্গে রকির বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে। নায়োমির চোখে কবির হল রকি হ্যান্ডসাম। নায়োমির মা নির্দয় মাদক ব্যবসায়ী কেভিনের (নিশিকান্ত কামাট) সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কেভিন নায়োমিকে অপহরণ করে। তার যখন নায়োমিকে অপহরণ করে তখন শুধু আনার কথাই ভেবেছে, রকির কথা তাদের মনেই আসেনি। অন্যদিকে যার কারণে রকি নতুন করে জীবনের অর্থ খুঁজে পাচ্ছিল সে বিপদে পড়েছে দেখে সে তার আসল রূপে ফিরে আসে। মাদক ব্যবসায়ী চক্র ভাবতেই পারেনি কীভাবে তারা বিপদ ডেকে এনেছে। ভয়াল রূপে রকি ঝাঁপিয়ে পড়ে কেভিনের অপরাধ চক্রের ওপর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।