Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল মুক্তি পাচ্ছে ‘রকি হ্যান্ডসাম’

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আগামীকাল ‘রকি হ্যান্ডসাম’ মুক্তি পাবে। একই সঙ্গে ‘লখনোভি ইশক ফিল্মটি মুক্তি পেতে পারে।
জে. এ. এন্টারটেইনমেন্ট এবং অ্যাজুর এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ‘রকি হ্যান্ডসাম’। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সুনীল খেতেরপাল এবং জন এব্রাহাম। অভিনয় করেছেন জন এব্রাহাম, শ্রুতি হাসান, নাতালিয়া কওর, বেবি দিয়া ছালওয়াড়, নিশিকান্ত কামাট, শারদ কেলকার এবং কাজু প্যাট্রিক তাঙ; একটি বিশেষ নৃত্যদৃশ্যে আছেন নোরাহ ফতেহি। নিশিকান্ত কামাট চলচ্চিত্রটি পরিচালনা করেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন সানি বাভরা, ইন্দর বাভরা এবং অঙ্কিত তিওয়ারি। চলচ্চিত্রটি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ফিল্ম ‘দ্য ম্যান ফ্রম নোহয়্যার’এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। এটি এমন এক মানুষের গল্প যে এক ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে এক প্রতিশোধের যুদ্ধে নামে।
‘লখনোভি ইশক’ মুক্তি পাচ্ছে কে. সি. ফিল্মস প্রাইভেট লিমিটেড এবং বিগ কার্টেইন মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যানারে। রোমান্টিক ড্রামা ধারার ফিল্মটি প্রযোজনা করেছেন বিজয় কে মিশ্র। আনন্দ রাউতের পরিচালনায় অভিনয় করেছেন অধ্যয়ন সুমন, কারিশমা কোটাক, শরত সাক্সেনা, হেমন্ত পা-ে, মুকেশ খান্না, রতি অগ্নিহোত্রী এবং ব্রজেশ হিরজি। রাজ আশু চলচ্চিত্রটির সঙ্গীর পরিচালনা করেছেন। দুজন মানুষের প্রথম দর্শনে প্রেমে পড়ার গল্প। এই ফিল্মটি বেশ আগে মুক্তি পাবার কথা ছিল। কয়েকবার তারিখ পিছাবার পর কাল ফিল্মটি মুক্তি পেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাল মুক্তি পাচ্ছে ‘রকি হ্যান্ডসাম’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ