Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংকের ভুয়া নিয়োগপত্র!

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

প্রতারক চক্রের ভুয়া নিয়োগ পরীক্ষার পর এবার এক নারীকে দেয়া হলো বাংলাদেশ ব্যাংকে চাকরির ভুয়া নিয়োগপত্র। নিয়োগপত্রে ব্যবহার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের হুবহু লোগো। একে গ্রহণযোগ্য করতে দেয়া হয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খানের জাল স্বাক্ষর।
প্রতারণার শিকার হওয়া চাকরি প্রার্থীর নাম লায়লা। তিনি যোগদানের জন্য গত রোববার বাংলাদেশ ব্যাংকের রিসিপশনে গেলে ধরা পড়ে বিষয়টি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রোবাবর দুপুরে বাংলাদেশ ব্যাংকের রিসেপশনে আসেন এক নারী। নিয়োগপত্রটি দেখিয়ে রিসিপসনিস্টকে তিনি জানান, তাকে বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রকৃত নিয়োগপত্রের সঙ্গে মিল না পেয়ে তিনি সরাসরি ব্যাংকে আসেন।
তিনি জানান, ব্যাংকের খুলনা অফিসে ১২ মার্চ আমার যোগদান করার কথা। বিষয়টি একটু যাচাই-বাছাই করার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এসেছি। তিনি বলেন, সেলিম নামের এক ব্যক্তি তাকে বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছেন। চাকরির জন্য ওই সেলিমকে চার লাখ টাকা দেয়ার কথা হয়েছে। তবে টাকা এখনও দেননি তিনি।
নিয়োগ পত্রটিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় লেখা রয়েছে। পাশে বাংলাদেশ ব্যাংকের লোগো। নিচে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খানের নাম এবং স্বাক্ষর। তার পাশে লায়লার বিস্তারিত নাম, বাবার নাম, গ্রাম, জেলা ও উপজেলার নাম দেয়া।
লায়লার এই প্রতারণার শিকার হওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান বলেন, ঘটনাটি শুনেছি। এটি পুরোটাই ভুয়া। এখন কেউ না বুঝে জালিয়াত চক্রের খপ্পরে পড়লে আমার কী করার আছে? ব্যাংকার্স সিলেকশন কমিটি বাংলাদেশ ব্যাংকে কোনো জনবল নিয়োগ দেয় না। এছাড়া নিয়োগপত্রে নামের ওপর স্বাক্ষর দেয়া হয় না। তিনি আরও বলেন, কিছুদিন আগে এ ধরনের দুই জালিয়াত চক্র পুলিশের হাতে ধরা পড়ে। এসব চক্রের হোতাদের ধরার দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখানে বাংলাদেশ ব্যাংকের খুব বেশিকিছু করার নেই।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের জনবল নিয়োগে এক শ্রেণির প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠেছে। বিপুল অংকের অর্থের বিনিময়ে তারা ব্যাংকে নিয়োগের প্রলোভন দেখায়। কখনও সরাসরি নিয়োগ আবার কখনও পরীক্ষার মাধ্যমে নিয়োগের কথা বলে টাকা হাতিয়ে নেয়। এভাবে দীর্ঘদিন ধরে সহজ-সরল মানুষদের ধোঁকা দিয়ে যাচ্ছে চক্রটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ