বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সুবিধা বঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন প্রয়োজন। গতকাল (সোমবার) নগরভবনে মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক মিসেস ওয়াহিদা বানুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাতকালে তিনি একথা বলেন। মেয়র বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের সুরক্ষা, উদ্ধার, বিনামূল্যে সুষম খাবার, নিরাপদ আশ্রয়, চিকিৎসা, শিক্ষা, কারিগরি শিক্ষা, বাজার উপযোগী চাকুরীর ব্যবস্থা, জীবন দক্ষতা, আইনি সহায়তা, সচেতনতামূলক কার্যক্রম, মনো সামাজিক সেবাসহ নানা ক্ষেত্রে অধিকার বঞ্চিতদের সেবা দিয়ে অপরাজেয় বাংলাদেশ পথ শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি তাদের কার্যক্রমের সাথে কর্পোরেশন আগামীতেও থাকবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্থ করেন। সাক্ষাতে প্রতিনিধি দল সিটি কর্পোরেশন নির্মিত বিআরটিসি মার্কেট সংলগ্ন ভবনে ২টি ফ্লোর অপরাজেয় বাংলাদেশকে বরাদ্দ দেয়ার আবেদন করেন। এ সময় অপরাজেয় বাংলাদেশের কর্মসূচি পরিচালক এরিক থ্রিপথপ, জোন ইনচার্জ মাহবুবুল আলম, শিশু উন্নয়ন ব্যবস্থাপক ঝুমরি বড়–য়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়
২০১৭-২০১৮ অর্থ বছরের উন্নয়ন কার্যক্রম শেষ করার লক্ষ্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে গতকাল নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ওয়ার্ড ঠিকাদাররা এডিপি ও রাজস্ব উন্নয়ন কাজের বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময়ে মেয়র কাজের গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন কাজ শেষ করার নির্দেশনা দেন। মতবিনিময় সভায় প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর জহুরুল আলম জসিম, মোরশেদ আক্তার চৌধুরীসহ প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ উপস্থিত ছিলেন। এদিকে সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে গতকাল মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে কোতোয়ালী থানাধীন লালদিঘী পাড় ও নিউমার্কেট এলাকায় স্টেশন রোডের ফুটপাত অবৈধভাবে দখল করে ভাসমান দোকান পাটের মালামাল স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দোকানের মালামাল অপসারণ করে ফুটপাত ও রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় বক্সির বিটের বাটা স্টোরকে ৫ হাজার টাকা, রেড চিকেন বিরানী হাউসকে ৫ হাজার টাকা, নূরে মদিনা সেলিম ষ্টোরকে ২ হাজার টাকা, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা করার দায়ে রিয়াদ ফ্যাশনকে ২ হাজার টাকা, চয়েস ভিউকে ২ হাজার টাকা, মিলন স্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স হাসান স্টোরকে ২ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।