Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি প্রবেশে কড়াকড়ি হচ্ছে

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

দীপন বিশ্বাস, উখিয়া থেকে : গেল বছরের ২৫ আগস্টের পর থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের পর আন্তর্জাতিক সমপ্রদায়ের মনোযোগের কেন্দ্রে আসে মিয়ানমারের বর্বরতা। বাংলাদেশ আন্তর্জাতিক সমর্থন লাভের আশায় সবার জন্য রোহিঙ্গা ক্যাম্প উন্মুক্ত করে দেয়। এই সুযোগে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিদেশি অবাধে প্রবেশ করে আসছেন ক্যাম্পগুলোতে। ইতোমধ্যে অবৈধভাবে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার জন্য বহু বিদেশি গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া বেশকিছু এনজিওকে ক্যাম্পে কাজ না করার জন্য নিষিদ্ধও করা হয়েছে বিভিন্ন কারণে। গত ১১ মার্চ টুরিস্ট ভিসা, অনারেবল ভিসা ও বিজনেস ভিসা নিয়ে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে এনজিও সংস্থায় অবৈধভাবে কর্মরত ৩৯ বিদেশি নাগরিককে আটকের পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। উখিয়া থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা ডিএসবির সদস্যরা তাদের আটক করেছিলেন। এভাবে বিদেশিদের অবাধ প্রবেশের কারণে জঙ্গিবাদসহ অপরাধমূলক কর্মকান্ড ছড়িয়ে পড়ার আশঙ্কা করে ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাগুলো থেকে সতর্কতা দেওয়া হয়েছে। এবার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশিদের প্রবেশে সীমিত করছে সরকার। বিশেষ করে ‘দাতা’র লেবাশ ধরে স্বাধীনতাবিরোধী ও জঙ্গি কোনো গোষ্ঠী যেন সক্রিয় হতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ জন্য ‘ভ্রমণ ভিসা’য় বিদেশিদের রোহিঙ্গা এলাকায় প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নতুন করে আর কোনো এনজিওকে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় কাজ করতে না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবিক এ সংকটে সহায়তার জন্য অনেকে এসেছেন, অনেকে আসছেন। সত্যিকার অর্থে যারা এ সংকটে বাংলাদেশকে সহায়তা করতে চান, সরকার তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছেন। যারা স্বল্প সময়ের জন্য ভ্রমণ ভিসায় এসেছেন তাদের ভিসার মেয়াদ বাড়ানোসহ প্রয়োজনীয় সুবিধা সরকার নিশ্চিত করছেন। যাদের কার্যক্রমের বিষয়ে নূন্যতম নেতিবাচক তথ্য আসছে, তাদের আইনের আওতায় আনা হয়। এটি চলমান প্রক্রিয়া। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে যেসব বিদেশি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে ইচ্ছুক এবং কোন সেক্টরে কাজে করতে চান, তার বিস্তারিত এবং নিজের বিস্তারিত দিয়ে ভিসা নিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণলায় এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, এ বিষয়ে ইতোমধ্যে বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোয় নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, নতুন নির্দেশনায় মানবিক সহায়তার কাজে বাংলাদেশে আসতে আগ্রহীদের বিদেশিদের ভিসা প্রদান, মেয়াদ বাড়ানো এবং নবায়নের ক্ষেত্রে এনজিও ব্যুরোর পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফলতি সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের আগাম সতর্ক করে নোটিশও জারি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ