Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় নতুন মুসলিম বিরোধী হামলা : তদন্ত করছে পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

শ্রীলঙ্কায় গতকাল রোববার নতুন করে একটি মুসলিম মালিকানাধীন রেস্তরাঁয় আগুন লাগিয়ে দেবার ঘটনা তদন্ত করছে পুলিশ। রাজধানী কলম্বোর ১৩০ কিলোমিটার (৮১ মাইল) উত্তরে আনামদুয়ায় মুসলিম মালিকানাধীন রেস্তরাঁটি পুলিশের হাই অ্যালার্টের মধ্যেই ঘৃণ্য আক্রমণে ভস্মীভূত হয়।
সিংহলি বৌদ্ধ জঙ্গিরা ১১টি মসজিদ এবং ২০০ মুসলমান মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেবার পর সরকার গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করে। ওই সব হামলায় অন্তত তিন জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়।
সংঘর্ষের কেন্দ্রবিন্দু ক্যান্ডির জেলা সদর থেকে কারফিউ তুলে নেয়া হয়, কিন্তু আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণকে আটক করার জন্য জরুরী ক্ষমতাপ্রাপ্ত সৈন্যরা রাস্তায় অবস্থান করছিল। শ্রীলঙ্কা জুড়ে ফেসবুকসহ কিছু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বøক করা হয়। কর্মকর্তারা বলছেন, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য ছড়িয়ে দিতে এই কাজটি করা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, রেস্তরাঁয় হামলা প্রতিরোধে ব্যর্থ হলে আনামদুয়া এলাকায় কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
‘আমরা এটিকে একটি ‘হেট ক্রাইম’ হিসাবে বিবেচনা করছি। তদন্তকারীরা দায়ী ব্যক্তিদের সনাক্ত করতে যাচ্ছে, -তিনি গোপনে নাম প্রকাশ না করার শর্তে বলেন।
প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা শনিবার ঘোষণা করেছেন যে, তিনি অস্থিরতার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের তিন সদস্যের একটি প্যানেল নিযুক্ত করবেন। যিনি মানবাধিকার গোষ্ঠী ও আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার শ্রীলঙ্কা জুড়ে মসজিদে পুলিশ মোতায়েন করা হয় যাতে সাপ্তাহিক জুমা নামাজের সময় দ্বীপের সংখ্যালঘু মুসলমান স¤প্রদায়ের সদস্যদের রক্ষার জন্য তাদের রক্ষণাবেক্ষণ করা হয়।
শ্রীলঙ্কার ২১ কোটি লোকের ১০ শতাংশ মুসলমান মুসলমান। সংখ্যাগরিষ্ঠ সিংহলী, মূলত বৌদ্ধ জাতিগত গোষ্ঠী। এদিকে শত শত বৌদ্ধ ভিক্ষু ও কর্মী শুক্রবার কলম্বোতে বিক্ষোভ প্রদর্শন করে, সহিংসতার নিন্দা করে এবং কর্তৃপক্ষকে দোষীদের শাস্তি দেওয়ার আহŸান জানায়।
পুলিশ জানায়, সহিংসতার দায়ে সন্দেহভাজন মুসলিম বিরোধী সিংহলি নেতা অমিথ বীরাসিংহেসহ প্রায় ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তি মুসলিম বিরোধী আন্দোলন ও সামাজিক গণমাধ্যমে মুসলিম বিরোধী প্রচারণার জন্য বিখ্যাত। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট।



 

Show all comments
  • গনতন্ত্র ১২ মার্চ, ২০১৮, ১:৫৫ এএম says : 0
    “ আল্লাহ সারাবিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত কর ৷ আসুন সবাই দোয়া করি নির্যাতিত ভাইদের জন্য ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ