Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের উপর পুলিশের লাঠিচার্জ

আহত অর্ধশতাধিক

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় এটিএস এপ্যারেলস্ গার্মেন্টস কারখানায় ৩মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল রোববার সকালে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। ওই কারখানায় প্রায় ৩হাজার শ্রমিক কর্মরত রয়েছে। বিক্ষোভ দমনের জন্য পুলিশ কারখানার শ্রমিকদের উপর টিয়াসেল নিক্ষেপ করেছে। এতে পুলিশের টিয়ারসেলের আঘাতে প্রায় অর্ধ্ব শতাধিক শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কোনাবাড়ি পপোলার ডাগনষ্টিক সেন্টারসহ উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিক সুত্রে জানা গেছে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে গত ৫দিন ধরে তারা কর্মবিরতি পালন করে আসছিল। রোববার সকালে প্রায় ৩হাজার শ্রমিক কারখানায় এলে তারা বকেয়া বেতনের দাবিতে শান্তিপুর্ণ বিক্ষোভ শুরু করে। এসময় কারখানার মালিক পক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা লাটিসোটা নিয়ে শিল্প পুলিশের সহয়তায় তাদের উপর হামলা চালায়।পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে টিয়ারসেল নিক্ষেপ করে। পুলিশের টিয়ারসেল ও লাঠি পেটায় সুইং সুপারভাইজার রফিকুল ইসলাম রেজাউল করিম(লোডার), জয়দুল (লোডার), রাসেল মিয়া(সুইং অপারেটর) শাহানাজ বেগম(সুইং অপারেটর), নাছিমা আক্তার(সুইং হেলপার), লিলি আক্তার, সুমি, হাছিনা, আলাল গুলিবিদ্ধসহ কারখানার প্রায় অর্ধ্বশতাধিক শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে কোনাবাড়ি পপোলার হাসপাতালসহ উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে কারখানার ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে কারখানার সিকিউরিটি ইনচার্জ সাফায়েত হোসেন জানায় কারখানার ভিতরে মালিক পক্ষের কোন লোক নেই।
এব্যাপারে শিল্প পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন জানায়, বিক্ষোব্ধ শ্রমিকরা কারখানায় বিক্ষোভ এবং পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শরু করলে তাদের বাধা প্রদান করা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করার জন্য ১৮ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এতে কয়েক জন শ্রমিক আহতের ঘটনা ঘটেছে। এ ছাড়াও শ্রমিকদের ইট পাটকেল নিক্ষেপের সময় কয়েকজন পুলিশ আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম জানান,ওই কারখানর শ্রমিকদের এক মাসের বেতন বাকী যা আগামী ১৫ মার্চ পরিশোধ করা কথাছিল কিন্তু শ্রমিকরা আজকেই বেতন দেওয়ার জন্য বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ