বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের আমলে গত সাত বছরে ৯০০ কিলোমিটার নদী ড্রেজিং করা হয়েছে। এ ছাড়া পদ্মা নদীর ভাঙন রোধে রাজশাহী মহানগরীর সোনাকান্দি থেকে বুলনপুর পর্যন্ত এলাকা রক্ষা প্রকল্পের কাজ চলতি বছরের জুনের মধ্যে সম্পন্ন করা হবে। নদী ড্রেজিং কাজ কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কমিটি।
গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪২তম বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, কমিটির বৈঠকে বর্তমান সরকারে আমলে কি পরিমাণ নদীর ড্রেজিং করা হয় তা জানতে চাওয়া হয়। তখন কমিটিকে জানানো হয়, গত সাত বছরে ৯০০ কিলোমিটার নদী ড্রেজিং করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়। কমিটি সারা বছর ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করে। কমিটি আগামী মাসে খুলনায় পানি সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম সরেজমিন পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কপোতাক্ষ নদের পানিবদ্ধতা দূরীকরণ প্রকল্পের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প কার্যক্রম সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এ কে এম ফজলুল হক এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি এবং অনুপম শাহজাহান জয় এমপি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনোয়ার হোসেন এমপি এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম এমপি। বৈঠকে নদী ড্রেজিং নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।