Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন শতাধিক অভিবাসী উদ্ধার লিবিয়ায়

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়া উপকূল থেকে পৃথক অভিযানে তিন শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা। গত শনিবার ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, লিবীয় কোস্টগার্ড দুইটি অভিবাসীবাহী নৌকা উদ্ধার করেছে। প্রথমটি ১২৫জন যাত্রী নিয়ে জাওয়াইয়া উপকূলে ডুবে গিয়েছিল। কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাশেম জানান, সেখান থেকে সবাইকে উদ্ধার করেছে তারা। গারাবুলিতে দ্বিতীয় নৌকাটি থেকে উদ্ধার করা হয় ১১২ জনকে। ডক্টরস উইদাউট বর্ডার্স এর একটি উদ্ধারকারী জাহাজ পায় ১১০ অভিবাসীবাহী একটি নৌকাকে। তারা সবাই ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, চলতি বছরে ইতোমধ্যে ইউরোপের আশায় সাগরপাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ২৪০ জন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপদজনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিবিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ