Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৎকারের পর দিন সশরীরে হাজির

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আত্মহত্যার পর বাবার লাশ শনাক্ত করেন ছেলেরা। ময়নাতদন্ত শেষে তার সৎকারও করা হয়। কিন্তু পর দিনই ‘মৃত বাবা’ বাড়িতে এসে হাজির। পরিবারের সদস্যরা তাকে দেখে রীতিমতো হতভম্ব। ভারতের জলপাইগুঁড়ির মাল ব্লকের ক্রান্তিতে এমন ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। গত শুক্রবার গলায় ফাঁস লাগানো অবস্থায় মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজার থেকে গিরেন রায় (৫৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। মৃতের দুই ছেলেসহ পরিবারের অন্যরা এসে তার লাশ শনাক্ত করেন। ছেলেরা জানান, বাবা গত চার বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কখনও বাড়িতে থাকতেন, কখনও বাইরে চলে যেতেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ