Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা দেশে মাসব্যাপী জাকের পার্টির কর্মিসভা

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের আসন্ন মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ এর প্রস্তুতি উপলক্ষ্যে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনসমূহ দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত মাসব্যাপী ব্যাপক কর্মী সভা করবে। একই সাথে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিরিখে দলীয় সাংগঠনিক কর্মকান্ড আরো জোরদার ও গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর কর্মসুচী প্রশ্নেও ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে। বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের আসন্ন মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ-২০১৮ এর এর প্রস্তুতি উপলক্ষ্যে কেন্দ্রীয় প্রস্ততি সভা ও জাকের পার্টির মুলতবী বর্ধিত সভায় দীর্ঘ আলোচনা শেষে এসব সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। জাকের পার্টির দেশব্যাপী জেলা, মহানগর এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওতাধীন থানা , সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয়, বিভাগীয় , জেলা ও মহানগর নেতবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ