বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনার সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এম. রোস্তম আলী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে গত ৭ মার্চ যোগদান করেছেন। পূর্বেও ভিসি ড. আল-নকীব চৌধুরীর মেয়াদকাল শেষ হওয়ার পর প্রেসিডেন্ট তাঁকে এই পদে মনোনীত করেছেন। নবাগত ভিসির বাড়ি পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার নাটিয়া বাড়ী এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে তিনি অধ্যাপনা করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর প্রথম ভিসি ছিলেন, বেড়া এলাকার আর এক কৃতি সন্তান প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধা। সবাই আশা করছেন, নবাগত ভিসি প্রফেসর ড. এম. রোস্তম আলী তাঁর প্রজ্ঞা ও সততা দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেকড় গেড়ে বসা দুনীর্তির আগাছা পরিষ্কার করতে সক্ষম হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।