Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুয়েট ছাত্রলীগের দু’গ্রপে সংঘর্ষ

কমিটি স্থগিত ঘোষণা

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাবি সংবাদদাতা : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ^বিদ্যালয় কমিটিকে স্থগিত ঘোষনা করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির সব কাজ স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, রুয়েট শাখা ছাত্রলীগের কমিটির সব কার্যক্রম স্থগিত করা হলো। একইসঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গ করায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর যথাযথ কারণ দর্শাতে শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাঈম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুকে নির্দেশ দেওয়া হল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহীদ আব্দুল হামিদ হলে আধিপত্য বিস্থারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত দশটায় দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে রুয়েটের হামিদ হলে যায় রুয়েট ছাত্রলীগের সভাপতির অনুসারী বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা। তবে খবর পেয়ে সাধারণ সম্পাদক গ্রপের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। হলে পৌছানোর কিছুক্ষণ পরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘন্টা চলা ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের নেতাকমীরা আহত হয়। এসময় হলে থাকা আবাসিক শিক্ষার্থীরা ভয়ে আতংকিত হয়ে পড়েন। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে রুয়েট ছাত্রলীগ সভাপতি নিবিড় বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে মারামারি হয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। দ্রত সমাধান হবে বলে আশা করছি। মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবির ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ