Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর কদমতলীতে ৯ বছরের এতিম শিশু মাদ্রাসায় শিক্ষক দ্বারা ধর্ষণের শিকার হয়েছে বলে পরিবারের অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক মুফতি আলাউদ্দিন (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই শিশু ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
কদমতলীর থানার ওসি আবদুল জলিল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু ছাত্রীর পরিবার থেকে একটি মামলা করা হয়- মামলা নং ২৩। পরে পুলিশ আসামীকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার শিশুর চাচা জানান, ৫ বছর আগে ওই শিশু ছাত্রীর বাবা মারা যায়। তার মা আরেক জনকে বিয়ে করে অন্যত্র চলে গেছে। তার পর থেকে তারা দুই ভাই বোন তাদের সঙ্গে (চাচা) থাকতো। শিশু ছাত্রীর ৭ বছরের এক ছোট ভাই জন্মান্ধ। তিনি আরও জানান, গত ১ মার্চ প্রতিদিনের মতো শিশু ছাত্রী কদমতলী এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল এহসান মাদ্রাসায় যায়। দুপুর ১২টার দিকে ওই মাদ্রসার প্রিন্সিপাল মুফতি আলাউদ্দিন ৩য় তলায় তার রুমে নিয়ে শিশু ছাত্রীকে ধর্ষণ করেন। ধর্ষণের পরে ধর্ষক শিক্ষক শিশু ছাত্রীকে বলে, তুমি যদি ধর্ষণের কথা কাউকে বলো- তাহলে তুমি পাগল হয়ে যাবে। এক পর্যায় শিশু ছাত্রী কদমতলী এলাকায় বাসায় চলে আসে। এর পর থেকে তাকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে কান্নাকাটি করতো, কিছু বলতো না। ৬ মার্চ তার দাদির চাপাচাপিতে এক পর্যায় শিশুটি তার দাদির কাছে সব কিছু খুলে বলে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আলাউদ্দিনকে এলাকাবাসী আটক করে থানায় সোপর্দ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ