পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : শত্রুদের হৃৎপিন্ড কাঁপিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গত বুধবার নবী নন্দিনী হজরত ফাতিমা (রা.)-এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, বলদর্পী দেশগুলো ইরানের ওপর আঘাত হানতে সব ধরনের পন্থা অবলম্বন করবে। তবে তারা সামরিক শক্তির ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। তাই শত্রুর হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে হবে। প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় নিজের অবস্থান শক্তিশালী করতেও সামরিক শক্তি বাড়ানো দরকার। তিনি আরও বলেছেন, ইরানের যদি কোনো প্রতিরক্ষা শক্তি না থাকে এবং শুধুমাত্র সংলাপ ও অর্থনৈতিক লেনদেন এমনকি বিজ্ঞান ও প্রযুক্তিকেই গুরুত্ব দেয় তাহলে বিশ্বের খুব ছোট দেশগুলোও ইরানকে হুমকি দিতে কুণ্ঠাবোধ করবে না।
সর্বোচ্চ নেতা স্পষ্ট করে বলেন, আমাদেরকেও সব ক্ষেত্রে প্রস্তুত থাকতে হবে। যারা বলছে আগামীর বিশ্ব হচ্ছে সংলাপের, ক্ষেপণাস্ত্রের নয়। তারা যদি অজ্ঞতার কারণে এ কথা বলে থাকেন তাহলে তা অজ্ঞতা। কিন্তু যদি জ্ঞাতসারে এ ধরনের কথা বলে থাকেন তাহলে তা বিশ্বাসঘাতকতা। রয়টার্স, আইআরআইবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।