বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ থেকে : কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে দু’ডাকাত দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে হোসেন আলী (৩২) ওরফে বাইল্ল্যা নামে এক ডাকাত নিহত হয়েছেন। সে একই ক্যাম্পের ই-বøকের বাছা মিয়ার ছেলে। এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। এরা হলেন, আবদু রাজ্জাক (২৬) ও আবদুস সালাম (৩২)। তারা দুইজন আপন ভাই। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার ওই ক্যাম্পে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করনে। তিনি জানান, সে রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের সহযোগী। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় নয়াপাড়া আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট মামলার অন্যতম আসামি নুরুল আলম ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায়। তবে পাহাড় থেকে দুই ডাকাতকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।