রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা: আমতলীতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ছয় লাখ বাগদা রেণু জব্দ করে পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে। পুলিশের সহযোগিতায় দুই ট্রাক বাগদা রেণু জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আমতলী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৮টার সময় আমতলীর শাখারিয়া নামক জায়গা থেকে ৯০টি ড্রাম ও পাতিলে বোঝাই সরকার নিষিদ্ধ ছয লাখ বাগদা চিংড়ির রেণুপোনা ও দুইজন চালকসহ পুলিশের সহযোগিতায় দু’টি ট্রাক আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্যাহ। ট্রাক দু’টি বুধবার সকাল ৬টার সময় রেণুপোনা বোঝাই করে গলাচিপা থেকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় নেয়ার জন্য ছেড়ে আসে। চালক মিরাজ হোসেন মোল্লা জানান, গলাচিপা থেকে কে বা কারা পোনা তুলে দিয়েছে তা সে জানে না। পরে রেণুগুলো আমতলীর ফেরিঘাটে নিয়ে পায়রা নদীতে অবমুক্ত করা হয়। চালক দু’জনকে মুচলেকায় ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।