রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে মেয়ে তারিন হেনা হ্যাপিকে মারপিট করে সন্তান নষ্ট করার পর বাবা আশরাফুল হাসানকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর জখম করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৭ ফেব্রয়ারি) রাত ১১টার সময়। আহত আশরাফুল সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আশরাফুল হাসান বাদী হয়ে নয়জনকে আসামি করে সখিপুর থানায় মামলা করেছে। মামলার ১০ দিন অতিবাহিত হলেও গতকাল পযর্ন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। মামলার বিবরণে প্রকাশ, মো. বাদশা মিয়া (২৯) পিতা বারেক মিয়া, খালেদা বেগম (৩৫) স্বামী বাদশা মিয়া, আজাদ (২৮) শামীম (২০) উভয় পিতা আ. মজিদ, আ. রহিম (২৭) পিতা আ. রশিদ, এলেচা উরফে শিরিন (৩০) স্বামী আশরাফুল, আকবর (৩০) পিতা মৃত খোরশেদ আলী, আশরাফুল পিতা অজ্ঞাত সর্ব সাং বংকী ৮ নং ওয়ার্ড, সখিপুর পৌরসভা, আলীম মিয়া (৩৫) পিতা জালা মিয়া সাং গড়গোবিন্দপুর ৫ নং ওয়ার্ড, সখিপুর পৌরসভা, সখিপুর, টাঙ্গাইলে প্রথমে মেয়ে হ্যাপির উপর পরে বাবার উপর সন্ত্রাসী হামলা চালায়। আশরাফুল হাসান জানায়, চার বছর আগে আশরাফুল হাসানের মেয়ে তারিন হেনা হ্যাপির সাথে বাদশার বিয়ে হয়। বিয়ের পর বাদশা ছয় লাখ টাকা যৌতুক চাওয়ায় টাঙ্গাইল আদালতে ৩৯৭/১৭ চলমান, পরবর্তীতে ২ ফেব্রæয়ারি সন্ত্রাসীরা হ্যাপিকে বেধড়ক পিটিয়ে চার মাসের বাচ্চা নষ্ট করে ফেলে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসীরা আশরাফুল হাসানকে গত মঙ্গলবার গাছের সাথে বেঁধে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে সখিপুর থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার এসআই মো. মজিবর রহমান বলেন, আশরাফুল হাসান বাদী হয়ে ৯ জনকে আসামি করে থানায় মামলা করেছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।