Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌগাছায় এক গাভীর তিন বাছুর!

| প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চৌগাছা (যশোর) উপজেলা সংবাদদাতা : যশোরের চৌগাছায় একটি দেশি প্রজাতির গাভী তিনটি এড়ে (পুরুষ) জমজ বাছুরের জন্ম দিয়েছে। তিনটি বাছুর ও মা গাভীটি বর্তমানে সুস্থ রয়েছে। উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিন গাভীটির মালিক শাহাজ্জেল হোসেন বলেন, তিনি ও তার ছেলে জাহিদুল ইসলামের ছোট-বড় ২৫টি গরু রয়েছে। তাদের ১২টি গাভীর আটটির-ই বর্তমানে ছোট বাছুর রয়েছে এবং গাভীগুলো দুধ দিচ্ছে। বুধবার মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখি, আমার গাভিন (সন্তানসম্ভবা) গাভী কাজলি (গরুর নাম) সড়কের পাশে শুয়ে রয়েছে। পাশে তিনটি সদ্য জন্ম নেয়া বাছুর। তখন আমি অন্যদের সহায়তায় গাভীসহ বাছুরগুলো বাড়িতে নিয়ে আসি। পরে গ্রাম্য পশুচিকিৎসক আব্দুল ওয়াহেদের নিকট থেকে চিকিৎসা দেই। বর্তমানে গাভী এবং তিনটি বাছুরই সুস্থ রয়েছে। তবে তিনটি বাছুর হওয়ায় মা গাভীটির দুধে সঙ্কুুলান না হওয়ায় অন্য গাভীর দুধ খাওয়ানো হচ্ছে। আদর করে তারা বাছুর তিনটির নাম রেখেছেনÑ লাল্টু, মন্টু ও ঝন্টু।
শাহাজ্জেল হোসেন বলছিলেন, তিনি প্রতিদিন দুপুর ১২টা পর্যন্ত মাঠে কাজ করেন। সেখান থেকে ফিরে বিকেলে গরুগুলো চরাতে (খাওয়াতে) মাঠে নিয়ে যান। মাঠে এবং গ্রামের মাঠের সড়কের পাশে তিনি গরু চরান। তবে শাহাজ্জেলের এটি কোনো গরুর ফার্ম নয়। এমনকি তার বাড়িতে এতগুলো গরুকে একসাথে খাবার দেয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থাও (ডিব্বা) নেই। পশু চিকিৎসক আব্দুল ওয়াহেদ এক গাভীর তিন বাছুর চিকিৎসা করার কথা নিশ্চিত করেছেন। গ্রামের ইউপি সদস্য মাস্টার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ