Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে; ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১০:৫৫ এএম

গাজীপুরের বাঘের বাজার এলাকায় মোশারফ কম্পোজিট নামের একটি কারখানার তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য মালামাল।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, গেল রাত ৩টার দিকে কারখানার একটি একতলা ভবনে একটি তুলার ব্যান্ডে আগুন লাগে। মুহূর্তে আগুন গোডাউনের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
তবে গুদামে সাড়ে ৪ হাজার টন তুলার বেল্ড মজুদ থাকায় আগুন দ্রুত ছড়ায় এবং আগুন নেভাতে সময় বেশি লাগে। এক পর্যায়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ওই গুদামের দেয়ালের একাংশ ভেকু ব্যবহার করে ভেঙ্গে পানি দেয়। পরে দমকল কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ফলে গোডাউনের ভিতরে তুলার বেল্টসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কারখানার শ্রমিকরা জানায়, গুদামে বিপুল পরিমাণ তুলা মজুদ ছিল। রাত তিনটার দিকে অগ্নিকান্ডের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ