পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার হওয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর সৈয়দুজ্জামানের বাড়ি থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে দুদকের তদন্ত দল জেলা শহরের কাতিয়ারচর গ্রামে সৈয়দুজ্জামানের বাসা থেকে উপরোক্ত টাকা উদ্ধার করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র ম্যাজিস্ট্রেট আবু তাহের মোঃ সাঈদ, দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুল ইসলাম, ফজলুল বারী ও কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াত এই অভিযানে অংশ নেন। ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার সাংবাদিকদের জানান, অডিটর মোঃ সৈয়দুজ্জামান আত্মসাত করা টাকার ভাগ পেয়েছিলেন বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তিনি দুদককেও অনুরূপ তথ্য দিয়েছেন। এসবের ভিত্তিতে সৈয়দুজ্জামানের বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে গত ৬ ফেব্রæয়ারি অডিটর ও অফিস সহায়ক দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সৈয়দুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে ওই ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়।
এদিকে গত ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ অঞ্চলের একটি দল ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) মোঃ সেতাফুল ইসলামকে পিরোজপুর সার্কিট হাউসের সামনে থেকে গ্রেফতার করে। একই দিন তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করে দুদক। পরে গত ২৯ জানুয়ারি কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট আঃ ছালাম খান সেতাফুল ইসলামকে জিজ্ঞসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে গ্রেফতারকৃতরা সবাই কারাগারে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।