Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া ঐক্যবিনাশী শক্তি : জনসন

পক্ষত্যাগী রুশ গুপ্তচর : রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাজ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাশিয়ার সাবেক গুপ্তচর সের্গেই স্কিপালের হঠাৎ গুরুতর অসুস্থতার সঙ্গে রাশিয়ার জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া গেলে ‘প্রবল’ প্রতিক্রিয়া দেখানো হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। গত রোববার দক্ষিণ ইংল্যান্ডের সলসবারি শহরের একটি শপিং সেন্টারের বেঞ্চে ৬৬ বছর স্ক্রিপাল ও তার ৩৩ বছর বয়সী কন্যা ইউলিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়; তারপর থেকে তারা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে বলে খবর বিবিসির। তদন্ত যে পর্যায়ে আছে, এই পর্যায়ে কারো দিকে অঙ্গুলি নির্দেশ করছেন না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জনসন বলেছেন, রাশিয়া একটি ঐক্যবিনাশী ক্ষতিকর শক্তি। সন্দেহ সত্তে¡ও ওই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সলসবারির ঘটনা নিয়ে বুধবার সরকারের জরুরি কমিটি কোবরার একটি বৈঠকে হবে, এতে সভাপতিত্ব করবেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড। ব্রিটিশ কাউন্টার টেরোরিজম পুলিশ উইল্টশায়ার পুলিশের কাছ থেকে ঘটনার তদন্তভার বুঝে নিয়েছে। তদন্তভার বুঝে নিলেও ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী ঘটনা’ ঘোষণা করা হয়নি এবং এ ঘটনায় জনগণের জন্য ‘কোনো ঝুঁকি নেই’ বলে এক বিবৃতিতে আশ্বস্ত করেছে তারা। রাশিয়ার সাবেক গুপ্তচর কর্নেল স্ক্রিপাল ব্রিটিশ গোয়েন্দা সংস্থার চরে পরিণত হওয়ার অভিযোগ রাশিয়ার গ্রেপ্তার হয়েছিলেন। সেখানে বিচারে তার ১৩ বছরের কারাদÐ হয়েছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা শক্তিগুলো ও রাশিয়ার হাতে আটক পরস্পরের গুপ্তচর বদলাবদলির সময় মুক্তি পেয়ে স্ক্রিপাল ব্রিটেনে এসে বসবাস করছিলেন। খবরে বলা হয়, স্ক্রিপালের স্ত্রী, তার বড় ভাই ও তার পুত্র গত দুই বছরের মধ্যে মারা গেছেন।বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ